বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে রাণীশংকৈল উপজেলা নির্বাচন 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে রাণীশংকৈল উপজেলা নির্বাচন 

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাচনে আ.লীগের তিন প্রার্থীর ত্রিমুখী লড়াই বেশ জমে উঠেছে। গত ২মে নির্বাচনি প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার-প্রচারণার মাধ্যমে ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দ্বারে দ্বারে ছুটছেন। 

শুরু করেছেন গণসংযোগ, উঠান বৈঠক, পোস্টার টানানো, নির্বাচনি অফিস উদ্বোধন। ইতোমধ্যে প্রার্থীদের স্ত্রী, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবরাও প্রচার-প্রচারণায় মাঠে নেমে পড়েছে। তৃণমূল পর্যায়ের জনগণের সঙ্গে কুশল বিনিময়ের মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

তবে এই নির্বাচনে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলেও আ.লীগের তিন পদস্থ নেতার মধ্যেই চলছে ত্রিমুখী লড়াই। ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তারা হলেন, রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক (আনারস), উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব (ঘোড়া), উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের (মোটরসাইকেল) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। 

এছাড়াও প্রচার-প্রচারণায় থেমে নেই ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, উপজেলা আ.স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা (টিউবওয়েল), উপজেলা আ.যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী (বৈদ্যুতিক বাল্ব), উপজেলা আ.কৃষক লীগের সভাপতি বাবর আলী (চশমা), উপজেলা শ্রমিক নেতা হযরত আলী (টিয়া পাখি) ও উপজেলা আ.কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় (তালা) প্রতীক নিয়ে মাঠ কাঁপাচ্ছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শেফালী বেগম (পদ্মফুল), ফরিদা ইয়াসমিন (ফুটবল), মাহফুজা বেগম পুতুল (কলস) এবং শারমিন আক্তার (হাঁস) প্রতীক নিয়ে মাঠ কাঁপাচ্ছেন। 

তবে ভোটাররাও ছাড় দিতে রাজি নন। আ.লীগের তিন প্রার্থীর লড়াইয়ে যাচাই-বাছাই করে নিরহংকার, সৎ যোগ্য, সাধারণ মানুষের বিপদের বন্ধু এমন মানুষকে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়। এরমধ্যে গ্রাম গঞ্জে, হাটে-মাঠে, সরকারি-বেসরকারি অফিস আদালতে প্রার্থীদের ভালো মন্দ দিক নিয়ে চলছে আলোচনা সমালোচনা।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৩৯১ জন। ৬৬টি কেন্দ্রে আগামী ২১মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

টিএইচ